ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৩৮৩

করোনায় আরো ৩২ জনের মৃত্যু:  সুস্থ ১০২০, 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২১ ৮ আগস্ট ২০২০  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১,০২০ জন।  এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৩ হাজার ৩৬৫ জন। 

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। 

 বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ২ হাজার ৬১১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৫৫,১১৩ জন। 
যারা মারা গেছেন তাদের পুরুষ ২৫ জন এবং নারী সাতজন।
নিহতদের মধ্যে ১৬ জন ছিলেন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, দুজন সি‌লেট বিভা‌গের এবং একজন ব‌রিশাল বিভাগের।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর